ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

কুসিক উপ-নির্বাচন: বিরামহীন প্রচারণায় চার মেয়র প্রার্থী

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১০, ৩ মার্চ ২০২৪ | আপডেট: ১৫:১৩, ৩ মার্চ ২০২৪

কুমিল্লা সিটি মেয়র পদে উপ-নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। শেষ সময়ে প্রচারণার পাশাপাশি উত্তেজনা বাড়ছে প্রার্থী ও ভোটারদের মাঝে। বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন চার প্রার্থী। নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠক করছেন তারা।

রোববার সকালে কুমিল্লা নগরীর ৭ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকা থেকে গণসংযোগ করেন বাস প্রতিকের প্রার্থী তাহসীন বাহার সূচনা। এসময় তিনি ওয়ার্ডবাসীর সাথে কুশলাদি বিনিময় করেন এবং বাস প্রতীকে ভোট চান।

নগরীর গোয়ালপট্রি, মোঘলটুলি এলাকা থেকে গণসংযোগ শুরু করেন সাবেক মেয়র টেবিল ঘড়ি প্রতিকের প্রার্থী মনিরুল হক সাক্কু। 

সকালে কুমিল্লা আদালত প্রাঙ্গণে গণসংযোগ করেন হাতি প্রতিকের নূর উর রহমান মাহমুদ তানিম। 

নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকা থেকে গণসংযোগ শুরু করেন ঘোড়া প্রতিকের নিজাম উদ্দিন কায়সার। 

কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে আগামী ৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের ৪৮ ঘন্টা আগে শেষ হবে প্রচার-প্রচারণা।  

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি