ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রাম বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন, শহরজুড়ে মিষ্টি বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৩, ২৩ ডিসেম্বর ২০২৪

সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কুড়িগ্রাম জেলা বিএনপি'র পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটি ঘোষণার সাথে শহরের মোরে মোরে  মিষ্টি বিতরণ করতে দেখা যায়। নেতাকর্মীদের স্লোগান, মিছিলে মুখরিত গোটা শহর।

সোমবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটি ঘোষণার পড়েই বিএনপির দলীয় সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পেশার লোকজন অভিনন্দন আর ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। 

ঘোষিত কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ন আহবায়ক ১ শফিকুল ইসলাম বেবু, যুগ্ন আহবায়ক ২ হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ ও সদস্য করা হয়েছে জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভিরুল ইসলামকে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি