ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

কুড়িগ্রামে দুটিতে নৌকা, বাকি দুটিতে লাঙ্গল ও স্বতন্ত্র প্রার্থী জয়ী

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪২, ৭ জানুয়ারি ২০২৪ | আপডেট: ২১:৪৩, ৭ জানুয়ারি ২০২৪

কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে কুড়িগ্রামে দুটি আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক ও দুটি আসনের একটিতে স্বতন্ত্র প্রার্থী ও অপরটিতে জাপা প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।

কুড়িগ্রাম-১ আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি মোট ভোট পেয়েছেন ৮৮০২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মোঃ আব্দুল হাই সরকার। তিনি পেয়েছেন ৫৯৭৫৬ ভোট। 

কুড়িগ্রাম-২ আসনে ট্রাক প্রতীক নিয়ে ১০২১২০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী  ডাঃ মোঃ হামিদুল হক খন্দকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ পনির উদ্দিন আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬৯৪৮ ভোট।

অপরদিকে কুড়িগ্রাম-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সৌমেন্দ্র সেন গবা পান্ডে নৌকা প্রতিক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৫৩,৩৬৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ডাঃ মোঃ আক্কাস আলী ট্রাক প্রতিকে পেয়েছেন ৩৫,৫১৫টি ভোট।

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ বিপ্লব হাসান পলাশ। তিনি নৌকা প্রতীকে মোট ভোট পেয়েছেন ৮৬,৬৫৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ওয়ার্কাস পার্টি মোঃ মুজিবুর রহমান বঙ্গবাসী ঈগল প্রতীকে পেয়েছেন ১২,৬৮৪ ভোট। উল্লেখ তিনি দুপুরের পর অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেন।

কুড়িগ্রাম জেলার ৪টি আসনে মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৮২ হাজার ৩২ জন। জেলায় ৭০২টি ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, জেলায় কোন ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়ায় সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হয়েছে। এসময় কুড়িগ্রামে আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে কাজ করেছেন সেনাবাহিনী ও পুলিশসহ মোট ১১ হাজার আইনশৃঙ্খলা বাহিনী। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি