ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দিতে নানামুখী উদ্যোগ(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ১৫ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৩:১০, ১৫ অক্টোবর ২০১৮

কুড়িগ্রামের চরাঞ্চলবাসীর জীবনমান বদলে দিয়েছে সৌরবিদ্যুৎ। ঘরেঘরে বিদ্যুৎ পৌঁছে দেবার সরকারি প্রতিশ্র“তির ধারবাহিকতায়, প্রত্যন্ত চরাঞ্চলে বিনামূল্যে সরবারহ করা সোলার প্যানেল থেকে সুফল পাচ্ছে মানুষ। খুলছে নানমুখী কর্মসংস্থান ও সম্ভাবনার দ্বার।

১৬টি নদ-নদীর চার শতাধিক প্রত্যন্ত চর রয়েছে কুড়িগ্রাম জেলায়। যোগাযোগবিচ্ছিন্ন এসব জায়গায় বসবাস প্রায় ৫ লাখ মানুষের। মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন বলে এ জনপদে বিদ্যুৎ একসময় ছিলো স্বপ্নের মতো।

তবে দিন বদলেছে। ঘরেঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে নানামুখী উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এরই অংশ হিসেবে, কুড়িগ্রামের চরাঞ্চলে বিনামুল্যে হাজারো সোলার প্যানেল বসানো হয়েছে। এর সুফল পাচ্ছে বাসিন্দারা।

২০১৭-১৮ অর্থবছরে ১ হাজার ৬৭৭টি সোলার প্যানেল স্থাপনে ২ কোটি ৯৬ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়।

সৌর বিদ্যুতের ফলে পাল্টাচ্ছে চরাঞ্চলবাসীর জীবন-মান। দিব্যি চলছে কম্পিউটার, মোবাইল, লাইট, টেলিভিশন, ফ্যান।

প্রত্যন্ত চরের হাটবাজারেও এখন তৈরি হয়েছে ডিজিটাল কাজের সম্ভাবনাময় ক্ষেত্র। সুযোগ সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থানের।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি