ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৬, ২৮ মে ২০২৩

কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে রোলার স্কেটিংয়ের সদস্যরা। 

শনিবার বেলা বারোটায় বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের আয়োজনে সৈকতের জিরো পয়েন্টে এ অভিযান চালানো হয়। 

এসময় পর্যটকদের যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলতে উদ্বুদ্ধ করতে সৈকতের পূর্বে ১ কিলোমিটার এলাকা পরিচ্ছন্ন করে তারা। তাদেরকে উদ্যোগকে স্বাগত জানিয়ে বীচ ক্লিনিংয়ে স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজের স্কাউটের সদস্যরা অংশগ্রহণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রশাসনের কুয়াকাটায় নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, কলাপাড়া উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ ও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ ও মনিরুল হক ডাবলু।

এর আগে শুক্রবার বিকালে কলাপাড়ার ৬ লেন সড়কে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৮০ জন স্কেটারদের অংশগ্রহণে দেশের দ্বিতীয় বৃহত্তর বিসিপিসিএল রোলার স্কেটিং ম্যারাথন অনুষ্ঠিত হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি