কুয়াকাটায় পার্কিং সংকট (ভিডিও)
প্রকাশিত : ১০:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০১৮
সাগরকন্যা কুয়াকাটায় সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে ভিড় করেন অসংখ্য পর্যটক। কিন্তু গাড়ি পার্র্কিংয়ের জন্য নেই কোন সুব্যবস্থা। তাই যানজট, দুর্ঘটনাসহ নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে পর্যটকদের। ক্ষতির মুখে পড়ছে এখানকার পর্যটন শিল্প।
কুয়াকাটা সমুদ্র সৈকত। শুধুমাত্র এখান থেকে দেখা যায় আকাশ রাঙ্গিয়ে নতুন দিনের সূর্য। আর দিন শেষে সোনার আলো ছড়িয়ে নিভতে থাকা সূর্য-আলো। রাখাইন বৌদ্ধ মন্দির, কুয়া ও লাল কাকড়ারচরসহ বিভিন্ন দর্শনীয় স্থানও আকৃষ্ট করে পর্যটকদের।
কিন্তু যানবাহন রাখার কোন ব্যবস্থা না থাকায় শহরের জিরো পয়েন্টসহ পর্যটন কেন্দ্রের প্রধান সড়কের দু’পাশে যত্রতত্র করতে হচেছ পার্র্কিং। এতে পর্যটকদের বিড়ম্বনা হচ্ছে। সৌন্দর্য্য ম্লান হচ্ছে সাগরকন্যার।
এর বিরুপ প্রভাব পড়ছে পর্যটন ব্যবসায় ।
তবে স্থানীয় প্রসাশন বলছে, শিগগিরই বাসস্ট্যান্ড নির্মানের পরিকল্পনার কথা।
কুয়াকাটার পর্যটন সম্ভাবনার আরো বিকাশে দ্রুত এই সমস্যার সমাধান চায় ভুক্তভোগীরা।
আরও পড়ুন