ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালন

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৯, ২৭ সেপ্টেম্বর ২০২৩

বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষ্যে কুয়াকাটায় এবার সহস্রাধিক লোকের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এরপর সাঁতার প্রতিযোগীতা, হাঁসধরা, হাড়িভাঙ্গাসহ নানা আয়োজনের পাশপাশি মনোজ্ঞ সাংস্কতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 

বুধবার সকাল ৯টায় কুয়াকাটা পৌরভবনের সামনে থেকে মহাসড়কে শোভাযাত্রা শুরু হয়ে ট্যুরিজম পার্কে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রশাসন, কুয়াকাটা পৌরসভা, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন, কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (কুটুম)সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

শোভাযাত্রায় অন্তত অর্ধশত সামাজিক সংগঠন অংশ নেয়। এছাড়া পটুয়াখালী জেলা ও কলাপাড়া উপজেলা প্রশাসন এবং পৌরসভার আয়োজনে ২৭ সেপ্টেম্বর থেকে তিনদিন ব্যাপী সৈকতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (কুটুম)’র ব্যবস্থাপনায় দেশবরেণ্য শিল্পীরা সেখানে গান পরিবেশন করবেন। 

আবাসিক হোটেল মোটেলের পক্ষ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ৫০ শতাংশ রুম ভাড়া কম নেওয়ার ঘোষণা ছিল। ফলে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে কুয়াকাটায় ব্যাপক পর্যটকের আগমন ঘটেছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি