ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

‘কুয়াশায় ঘেরা’ প্রভার সংসার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ১৮ জুলাই ২০১৮

আইরিন আর রেজা তাদের সংসার জীবন শুরু করে ৯ বছর আগে। তারও আগে তাদের দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। ৯ বছরের সংসার জীবনে যুক্ত হয়েছে একমাত্র কন্যা নীল। কিন্তু তাদের বর্তমান যাপিত জীবন বেশ জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। চলছে নিয়মিত ঝগড়া। তাদের মধ্যে এখন কেবল যাপনটাই আছে, জীবনটা আর নেই।
রেজার মনে হয় জীবনটাকে নতুনভাবে ভাবা হোক। এই ভেবে তার অফিস কলিগের সঙ্গে ঘোরাঘুরি শুরু করে দেন। অন্যদিকে আইরিনের সঙ্গে পরিচয় হয় এক ফটোগ্রাফারের। সে নীলের কিছু ফটোশুট করে। শুরু হয় তাদের সংসার জীবনের আরেকটি গল্প।

এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘কুয়াশায় ঘেরা’।
নাটকটিতে আইরিন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা আর রেজা চরিত্রে এফ এস নাঈম। বিভিন্ন চরিত্রে আরও আছেন মাজনুন মিজান, শ্যামস সুমন, পরিনীতা আলো, স্বাধীনতা প্রমুখ।
গৌতম কৈরীর চিত্রনাট্য নিয়ে ‘কুয়াশায় ঘেরা’ নির্মাণ করেছেন ইয়ামিন জুয়েল। হাবিবুর রহমান হাবিব প্রযোজিত এ নাটকটি প্রচার হবে ২০ জুলাই রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি