কুয়াশায় দৌলতদিয়া ফেরি পারাপার বন্ধ
প্রকাশিত : ১০:০৭, ৫ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১১:১৬, ৫ ফেব্রুয়ারি ২০১৮
ঘন কুয়াশার কারণে পদ্মার পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে শিমুলিয়া-কাওড়াকান্দি। সোমবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)এর দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম ও শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক শাহ নেওয়াজ খালেদ এ কথা জানান।
তিনি আরও বলেন, কুয়াশার কারণে সামান্য দূরের কিছুও দেখা যাচ্ছিল না, তাই রোববার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পদ্মা নদীর মাঝে যানবাহনসহ বড় দুটি ফেরি আটকে আছে। দুই শতাধিক যানবাহন দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।
শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জানান, কুয়াশার কারণে রোববার রাত ২টা থেকে ৪ টার পর্যন্ত পারাপার বন্ধ ছিল। বর্তমানে কুয়াশা নেই, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীসহ দেশের পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগের ক্ষেত্রে পদ্মা পারাপারের গুরুত্বপূর্ণ পথ দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাওড়াকান্দি।
টিকে
আরও পড়ুন