ঢাকা, শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫

কুয়েট ভিসি অবরুদ্ধ, চলছে সিন্ডিকেট সভা

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৩:৫৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা চলছে। এদিকে মেডিকেল সেন্টারে ভিসিকে অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

সভা শেষে দুপুর আড়াইটায় তারা প্রেস ব্রিফিং করে সভার সিদ্ধান্ত জানাবেন। এর আগে বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সভা শেষে ব্রিফিং করেন। 

সমিতির সভাপতি প্রফেসর ড. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ফারুক হোসেন মেডিকেল সেন্টারের সামনে এসে ছাত্রদের উদ্দেশ্যে কথা বলেন। তারা হামলার ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তি চেয়ে ছাত্রদের ৫ দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন। 

তবে হামলার সাথে কারা জড়িত তা উল্লেখ না করায় উপস্থিত শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা ভুয়া ভুয়া ধনি তোলেন এবং দালাল দালাল স্লোগান দেয়। 

এদিকে দুপুর ১টার মধ্যে ভিসির পদত্যাগসহ ৫ দফা মেনে নেয়া না হলে সকল ভবনে তালা ঝুলিয়ে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- শিক্ষক শিক্ষার্থী কেউ রাজনীতি করতে পারবে না।  হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন বাদি হয়ে মামলা করবে। দায়ী ছাত্রদের বহিষ্কার করতে হবে। 

২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক বাহিনীর সহায়তা নিতে হবে। 
আহত সকল শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। 

উদ্ভুত ঘটনা নিয়ন্ত্রণে ব্যর্থতা মেনে নিয়ে ভিসি, প্রোভিসি এবং ছাত্র কল্যাণ পরিচালককে পদত্যাগ করতে হবে।

এদিকে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার অবরুদ্ধ রেখে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বিকেল থেকে এখানে অবস্থান করছেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি