ঢাকা, শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫

কুয়েটে শিক্ষার্থীদের মানববন্ধন চলছে, সতর্ক পুলিশ

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১১:২৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পাঁচদফা দাবিতে মানববন্ধন করছে শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বাইরের সড়কগুলোতে সজাগ দৃষ্টি রাখছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসের মেডিকেল সেন্টারের সামনে মানববন্ধন শুরু করে শিক্ষার্থীরা।

ভিসির পদত্যাগসহ শিক্ষার্থীদের পাঁচদফা দাবিতে ক্লাস, সবধরণের পরীক্ষা ও প্রশাসনিক কাজ বন্ধ রয়েছে বলে জানা গেছে। পাঁচ দফা দাবিতে আজ দুপুরে ১টা পর্যন্ত আল্টিমেটাম রয়েছে শিক্ষার্থীদের। 

কুয়েট ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ অসুস্থ অবস্থায় ক্যাম্পাসের মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

গতকাল শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এত উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।

এদিকে, ক্যাম্পাসে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করায় দৌলতপুর থানা যুবদলের সহ-সভাপতি মাহাবুর রহমানকে বহিষ্কার করেছে কেন্দ্র। এছাড়া কুয়েট ক্যাম্পাসের উদ্ভুত পরিস্থিতি পর্যবেক্ষণে তিন সদস্যের তদন্ত পর্যবেক্ষক টীম গঠন করে ২৪ ঘন্টার মধ্যে প্রতিবেদন অবহিত করতে নির্দেশ দিয়েছে ছাত্রদল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি