ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কৃতজ্ঞতা জান্নাতের আচরণবিধি

প্রকাশিত : ১৮:৩৭, ১৬ মে ২০১৯

পৃথিবীর রাজার দরবারে, প্রেসিডেন্ট হাউসে বা রাষ্ট্রীয় কোন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দাওয়াত দেওয়ার পর ওই অনুষ্ঠানে কী ড্রেস পরে যেতে হবে, কিভাবে আচরণ করতে হবে, খাবারের সময় কি নিয়ম পালন করতে হবে তা বলে দেওয়া হয়। কৃতজ্ঞতা আল্লাহর এত পছন্দের যে, তিনি জান্নাতিদের অনুমোদিত আচরণবিধির শুরু ও শেষ হিসেবে কৃতজ্ঞতা নির্ধারিত রেখেছেন। জান্নাতিদের প্রথম কথা হবে শোকর।

‘জান্নাতবাসীরা বলবে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের প্রতি তার অঙ্গীকার সত্যে পরিণত করেছেন।’ (সূরা যুমার ৩৯/৭৪)

জান্নাতিরা তাদের কথা যেমন শুরু করবে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা দিয়ে তেমনি শেষ করবে স্রষ্টার প্রশংসার মাধ্যমে।

‘আর তাদের শেষ দোয়া হবে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বিশ্বজাহানের প্রতিপালক।’

সৃষ্টিকর্তা কৃতজ্ঞতা প্রকাশকে এত পছন্দ করেন যে ফেরেশতাদের আচরণবিধিতে তার প্রশংসাকে অন্তর্ভুক্ত করে দিয়েছেন, ‘আর আপনি দেখবেন যে, ফেরেশতারা আরশের চারপাশ ঘিরে রেখে তাদের প্রতিপালকের প্রশংসা, পবিত্র ও মহিমা ঘোষণা করছে। আর বান্দাদের মধ্যে ফয়সালা করা হবে সঠিকভাবে এবং বলা হবে; সমস্ত প্রশংসা মহাবিশ্বের প্রতিবালক একমাত্র আল্লাহরই’। (সূরা যুমার ৩৯/৭৫)

‘যারা আরশ বহন করে এবং যারা তাঁর আশপাশে ঘিরে আছে তারা তাদের পালনকর্তার পবিত্রতা ও মহিমা প্রশংসার সঙ্গে ঘোষণা করে এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করে।’ (সূরা মুমিন ৪০/৭)

(শোকরিয়া, প্রশান্তি ও প্রাচুর্যের রাজপথ গ্রন্থ)

এএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি