ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

কৃষি বিষয়ক সেমিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ১২ মে ২০১৭ | আপডেট: ১৪:৫০, ১২ মে ২০১৭

বাংলাদেশে কৃষি শিক্ষা, কৃষি শিক্ষক, লেখক, সাংবাদিক ও জিজিটাল কৃষির সমস্যা ও সম্ভাবনা বিষয়ক সেমিনার হয়েছে।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সেমিনারে কৃষিবিদ, শিক্ষকসহ অংশ নেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। বক্তারা বলেন, বর্তমানে কৃষিই মানুষের মৌলিক চাহিদা পূরণে সক্ষম হচ্ছে। কৃষি শিক্ষায় শিক্ষিত মানুষ প্রাকৃতিক সম্পদের সঠিক ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে সর্বনি উপকরণ ব্যবহার করে সর্বোচ্চ উৎপাদন লাভে সক্ষম। তাই কৃষিখাতের উন্নয়ন ও সম্প্রসারে কৃষি শিক্ষার এবং শিক্ষকদের সঠিক মূল্যায়ন করা উচিত বলে মন্তব্য করেন বক্তারা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি