কৃষিকে যান্ত্রিকায়নসহ শিল্পকে বহুমুখী করতে হবে : প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১২:১২, ৩১ মার্চ ২০১৯ | আপডেট: ১৬:০৪, ৩১ মার্চ ২০১৯
শিল্পায়ন ছাড়া কর্মসংস্থান সম্ভব না, এজন্য প্রয়োজন কৃষি নির্ভর শিল্প বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে কৃষিকে যান্ত্রিকায়নসহ শিল্পকে বহুমুখী করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী শিল্প মেলার উদ্বোধনকালে তিনি একথা জানান। এসময় তিনি বলেন, দেশীয় শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও সেবা স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কৃষিপণ্য ও খাদ্যপন্য উৎপাদনের শিল্পের ওপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। শিল্পায়নের পাশাপাশি খাদ্যপণ্য ও উৎপাদন অব্যাহত রাখতে হবে। যেখানে সেখানে কারখানা গড়ে তুলে কৃষিজমি নষ্ট করা যাবে না।
তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠানে স্থাপনে বর্জ্য ব্যবস্থাপনার দিকে নজর দিতে হবে। শিল্পায়নে উৎপাদন রপ্তানি ও বাজারজাতকরণ বহুমুখী করতে হবে। যে কারণে বর্তমান সরকার বেসকরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছে।
উল্লেখ্য, এই মেলায় সারাদেশ থেকে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, কুটির, হস্ত ও কারু এবং হাইটেকসহ মোট ৩০০ উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নেবে। তারা ৩০০টি স্টলে নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবে। এদের মধ্যে ১১৬ জন নারী উদ্যোক্তা এবং ১০৭ জন পুরুষ উদ্যোক্তা রয়েছেন। অর্থাৎ মেলায় ৫২ শতাংশ নারী উদ্যোক্তা অংশগ্রহণ করছেন।
টিআর/
আরও পড়ুন