কৃষিযন্ত্রে করছাড়ের প্রস্তাব
প্রকাশিত : ১৮:৫৯, ১ জুন ২০২৩
কৃষিযন্ত্রের উৎপাদন ব্যয় কমানোর জন্য কৃষিতে ব্যবহৃত যন্ত্রের আগাম কর অব্যাহতির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আগামী ২০২৩-২৪ অর্থবছরে বাজেটে তিনি এই প্রস্তাব দেন। অর্থমন্ত্রী বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
বাজেট বক্তৃতায় তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ ও উৎপাদন ব্যয় কমানোর জন্য কিছু পণ্যের আমদানির ক্ষেত্রে আগাম কর অব্যাহতির প্রস্তাব করছি। এসব পণ্যগুলো হলো কৃষিকাজে ব্যবহৃত রাইস ট্রান্সপ্ল্যান্টার, ড্রায়ার, সব ধরনের স্প্রেয়ার মেশিন, পটেটো প্ল্যান্টার। এ ছাড়া সব ধরনের কনটেইনার আমদানিতে কর অব্যাহতির প্রস্তাব করেন তিনি।
এমএম//
আরও পড়ুন