ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

কৃষ্ণ সাগরে জাহাজে হামলার ঘটনায় রাশিয়াকে ‘সতর্ক’ করেছে আঙ্কারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৭, ১৮ আগস্ট ২০২৩

 তুর্কি মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজে গত সপ্তাহান্তে রাশিয়ার নৌবাহিনীর হামলার ঘটনার পর এ নিয়ে আরো উত্তেজনা এড়াতে তুরস্ক মস্কোকে সতর্ক করে দিয়েছে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের দপ্তর এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ঘটনাটি নিয়ে তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর কয়েক দিনের নীরবতা ভেঙ্গে বলেছে, ‘রাশিয়ার হস্তক্ষেপের পর রাশিয়ান ফেডারেশনে থাকা আমাদের আলোচকদের কৃষ্ণ সাগরে উত্তেজনা বাড়ায় এমন ধরনের প্রচেষ্টা এড়াতে যথাযথভাবে সতর্ক করা হয়েছিল।’

সুকরু ওকান নামের জাহাজটি পালউয়ের পতাকা উড়িয়ে চলার সময় গত রোববার রাশিয়ার নৌবাহিনী এটি লক্ষ্য করে গুলি চালায়।
ইউক্রেনের কৃষি পণ্য রপ্তানির প্রধান রুট দেশটির ইজমেল বন্দর অভিমুখে যাওয়ার আগে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা জাহাজটি পরিদর্শন করার জন্য তাতে উঠেন।

গত মাসে ঐতিহাসিক ইউক্রেনীয় শস্য চুক্তি থেকে রাশিয়া বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণের পর কৃষ্ণ সাগর অঞ্চলে ধারাবাহিক হামলা চলাকালে এ ঘটনা ঘটে।

তুরস্ক জাতিসংঘ সমর্থিত মস্কো ও ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত শস্য চুক্তির মধ্যস্থতা করতে সাহায্য করেছিল।

এদিকে রুশ হামলার বিষয়ে কিছু না বলায় এরদোয়ানের দপ্তর দেশের জনগণের সমালোচনার মুখে পড়ে।

কিন্তু এ নিয়ে এরদোয়ানের দপ্তরের বৃহস্পতিবারের মন্তব্য তার সমালোচকদের বিরুদ্ধে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বাসস

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি