ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ

কে এই ঐশী?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩, ১ অক্টোবর ২০১৮ | আপডেট: ১০:৪৩, ১ অক্টোবর ২০১৮

চলতি মৌসুমে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮ নির্বাচিত হলেন পিরোজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী। আগামী ৮ ডিসেম্বর থেকে চীনে অনুষ্ঠেয় ‘মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মূল আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

রোববার রাতে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে আয়োজিত গ্র্যান্ড ফাইনালে ঐশীর মাথায় মুকুট পরিয়ে দেওয়া হয়।

কিন্তু কে এই ঐশী? কি তার পরিচয়? এসব প্রশ্ন আসতেই পারে।

১৮ বছর বয়সী ঐশী চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন। তার বাবা একজন সমাজকর্মী, মা শিক্ষিকা। দুই বোনের মধ্যে তিনি ছোট।

পড়াশোনার পাশাপাশি স্কুল ও কলেজে নিয়মিত বিতর্কে অংশ নিয়ে বেশ সুনাম অর্জন করেছে মেয়েটি। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও যুক্ত আছেন নাচে। সাঁতার, আঁকাআঁকি, লেখালেখি, গান, উপস্থাপনায়ও তার সমান আগ্রহ রয়েছে বলে জানান। যুক্ত আছেন বাল্যবিবাহ নিয়ে সচেতনতামূলক কর্মকাণ্ডেও।

সেরা সুন্দরীর মুকুট পরে উচ্ছ্বসিত ঐশী বলেন, ‘ভীষণ ভালো লাগছে। সবার প্রতি কৃতজ্ঞতা থাকল।’

মূল আয়োজনে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি দেশকে ভালোবাসি, দেশের সংস্কৃতিকে ভালোবাসি। দেশের সংস্কৃতিকে মনে ধারণ করি। এতদিন আমি নিজের হয়ে লড়ছিলাম। এখন দেশের জন্য লড়ছি। এটা অনেক বড় দায়িত্ব আমার জন্য। সবার কাছে দোয়া চাইছি।’

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি