ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

কে পি শর্মা অলি নেপালের ৪১তম প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৫৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

নেপালের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান কে পি শর্মা অলি দেশটির ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি তাকে শপথবাক্য পাঠ করান। খবর এনডিটিভি।

কে পি শর্মা অলি প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তিন সদস্যের মন্ত্রিসভা গঠন করেছেন। সিপিএন-ইউএমএলের সমন্বয়ে এ মন্ত্রিসভা গঠন করা হয়েছে। উভয় মন্ত্রী এবং তিন সদস্যের মন্ত্রিসভা গঠন করেছেন। থাম মায়া থাপাকে নারী ও শিশু প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং লাল বাবু পন্ডিতকে জনসংখ্যা ও পরিবেশ মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এর আগে, নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা বৃহস্পতিবার পদত্যাগ করেন। নির্বাচনের মাত্র দুই মাসের মধ্যে তিনি পদত্যাগ করেন।

কে পি শর্মা অলি নেপালের তেরহাতুমে ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। মার্ক্সবাদ-লেনিনবাদের দর্শনে আকৃষ্ট হয়ে ১৯৬৬ সালে অলি রাজনীতিতে যোগ দেন। ১৯৭০ সালে তিনি নেপালের কমিউনিস্ট পার্টির সদস্য হন। 


এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি