ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কে হতে যাচ্ছে ব্রাজিলের সঙ্গী?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৪, ২ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ রাউন্ডের শেষ ৪টি ম্যাচ হতে যাচ্ছে আজ (শুক্রবার)। ৪টি ম্যাচই যথারীতি শুরু হবে একই সময়ে। বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে গ্রুপ এইচ-এর দক্ষিণ কোরিয়া ও পর্তুগাল এবং ঘানা ও উরুগুয়ে। আর রাত ১টায় মুখোমুখি হবে জি-গ্রুপের চার দল ক্যামেরুন-ব্রাজিল ও সার্বিয়া-সুইজারল্যান্ড।

তবে গ্রুপ এইচ-কে ছাপিয়ে উত্তেজনার তুঙ্গে গ্রুপ জি-এর খেলা দুটি। ম্যাচের বাঁকে বাঁকে পাল্টে যেতে পারে সমীকরণ। তাই চোখ রাখতে হতে পারে অপর ম্যাচেও।

গ্রুপ ‘জি’: নকআউট পর্বে ওঠার লড়াইয়ে আছে তিন দল। 

ব্রাজিল

  • ক্যামেরুনের বিপক্ষে জিতলে বা ড্র করলেই গ্রুপ সেরা হবে ব্রাজিল।

  • হারলেও তারা গ্রুপ সেরা হতে পারবে, যদি অন্য ম্যাচটি ড্র হয় কিংবা সার্বিয়া জেতে।

  • আবার ব্রাজিল যদি হারে এবং সুইসরা যদি জিতে যায়, তাহলে দেখা হবে তাদের গোল ব্যবধান। বর্তমানে গোল ব্যবধানেও এগিয়ে ব্রাজিল।

সুইজারল্যান্ড

  • জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হবে সুইসদের। গ্রুপ সেরাও হতে পারে তারা, যদি অন্য ম্যাচে ব্রাজিল হারে। তখন দুই দলের পয়েন্ট সমান হওয়ায় দেখা হবে গোল ব্যবধান।

  • তবে ব্রাজিল এখন গোল পার্থক্যে এগিয়ে থাকায় সুইজারল্যান্ডের জয়ের ব্যবধান অথবা ব্রাজিলের হারের ব্যবধান একটু বড় হতে হবে; ব্রাজিলের গোল ব্যবধান (+৩), সুইজারল্যান্ডের (০)।

  • সার্বিয়ার বিপক্ষে ড্র করলেও শেষ ষোলোয় ওঠার সুযোগ থাকবে, যদি অন্য ম্যাচটিও ড্র হয় কিংবা ক্যামেরুন হারে।

  • ক্যামেরুন ১-০ গোলে জিতলে, নিজেদের ম্যাচে ড্র করলেও সুইজারল্যান্ডের সুযোগ থাকবে; তখন দুই দলের পয়েন্টের মতো গোল ব্যবধানও হবে সমান। তখন দেখা হবে কারা বেশি গোল করেছে। এই হিসেবে এখন এগিয়ে আছে ক্যামেরুন, তাই সুইজারল্যান্ডকে অবশ্যই ৪-৪ গোলে ড্র করতে হবে।

ক্যামেরুন

  • আফ্রিকার দলটির জিততেই হবে এবং প্রার্থনা করতে হবে যেন অন্য ম্যাচের ফল পক্ষে আসে।

  • নিজেরা ব্রাজিলের বিপক্ষে ২-০ গোলে জিতলে এবং সুইজারল্যান্ড ড্র করলে শেষ ষোলোয় উঠবে ক্যামেরুন।

  • শেষ রাউন্ডে ক্যামেরুন ও সার্বিয়া জিতলে, দুই দলের পয়েন্ট সমান হবে। তবে গোল ব্যবধানে বর্তমানে সার্বিয়ার (-২) চেয়ে ক্যামেরুন (-১) এগিয়ে থাকায় তাদের জয়ের ব্যবধান যদি সমান হয় তাহলে পরের ধাপে উঠবে ক্যামেরুন।

সার্বিয়া

  • সুইজারল্যান্ডের বিপক্ষে জিততেই হবে এবং প্রার্থনা করতে অন্য ম্যাচের ফল পক্ষে আসার।

  • অন্য ম্যাচ ড্র হলে অবশ্যই শেষ ষোলোয় উঠবে সার্বিয়া।

  • আবার ক্যামেরুন জিতলেও সুযোগ থাকবে, তবে সেক্ষেত্রে তাদের চেয়ে অন্তত ২ গোলের বেশি ব্যবধানে জিততে হবে সার্বিয়ার। ক্যামেরুনের (-১) চেয়ে বর্তমানে গোল ব্যবধানে পিছিয়ে সার্বিয়া (-২)।

  • আবার ক্যামেরুনের চেয়ে যদি সার্বিয়া ১ গোলের বেশি ব্যবধানে জেতে তাহলে তাদের পয়েন্ট ও গোল ব্যবধান সমান হবে। তখন দেখা হবে কে বেশি গোল করেছে। এই জায়গায় দুই দলই বর্তমানে সমতায়, সমান ৩টি করে গোল করেছে তারা।


এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি