কেঁচো খুঁড়তে সাপ না বেরিয়ে যায়: মধ্যরাতে লাইভে এসে পরীমণির হুঁশিয়ারি
প্রকাশিত : ১৫:৫১, ৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:৫৩, ৫ এপ্রিল ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিযোগকারী নারী। তার দাবি, সন্তানকে দুধ খাওয়ানো নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পরীমণি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
ঘটনার জেরে রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের অবস্থান পরিষ্কার করেন পরীমণি। শুক্রবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে শুরু হওয়া ২১ মিনিট ৬ সেকেন্ডের ওই লাইভে তিনি বলেন, “আমার স্টাফরাই আমার পরিবার। যারা আমাকে চেনে, তারা জানে—আমি আমার কর্মীদের সঙ্গে কেমন ব্যবহার করি। অভিযুক্ত নারীকে আমি গৃহকর্মী বলব না, কারণ সে এক মাসও হয়নি আমাদের সঙ্গে।”
তিনি আরও বলেন, “আমার কাছে সব প্রমাণ আছে, কিন্তু আমি তা এখনই প্রকাশ করতে চাই না। আমি আইন মেনে চলতে পছন্দ করি। যে কেউ অভিযোগ করতে পারে, তবে অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা ঠিক নয়।”
পরীমণি দাবি করেন, গণমাধ্যমে তার বিরুদ্ধে যেভাবে সংবাদ প্রকাশিত হয়েছে, তাতে তিনি ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হয়েছেন।
তিনি বলেন, “আমি যদি অন্যায় করে থাকি, তাহলে অবশ্যই আমার শাস্তি হওয়া উচিত। কিন্তু আমি কি পালিয়েছি? বরং আমি অনেকদিন ধরেই চুপ ছিলাম। এখন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসবে—সেটাও মনে রাখা উচিত।”
উল্লেখ্য, পরীমণি এর আগেও বিভিন্ন সময়ে নানা বিতর্কে জড়িয়েছেন। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও পুলিশ কর্মকর্তা সাকলাইন সাঈদের সঙ্গে সম্পর্ক নিয়ে তার নাম আলোচনায় আসে। তবে এবার তার বিরুদ্ধে উঠা অভিযোগের পর তিনি আইনগত লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।