ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কেইউ স্টাডিজের সদ্য প্রকাশিত সংখ্যার মোড়ক উন্মোচন

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৭, ৫ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত খুলনা বিশ্ববিদ্যালয় (কেইউ) স্টাডিজ জার্নালের সদ্য প্রকাশিত ভলিউম-২০(২) (জুলাই-ডিসেম্বর ২০২৩)র মোড়ক উন্মোচন করা হয়েছে। 

সোমবার দুপুরে স্টাডিজের এডিটর ইন চিফ উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন তাঁর কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এর মোড়ক উন্মোচন করেন। কেইউ স্টাডিজের সদ্য প্রকাশিত ভলিউম-২০(২) এ ৩০টি গবেষণা নিবন্ধ স্থান পেয়েছে।

মোড়ক উন্মোচনকালে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, কেইউ স্টাডিজের এডিটরিয়াল বোর্ডের এক্সিকিউটিভ এডিটর প্রফেসর ড. শেখ জামাল উদ্দিন, এডিটর প্রফেসর ড. মো. আজহারুল ইসলাম, প্রফেসর ড. এ আর এম মোস্তাফিজার রহমান, প্রফেসর ড. মো. গোলাম সরোয়ার ও উপ-রেজিস্ট্রার বেগম সামছুন্নাহার উপস্থিত ছিলেন। 

পরে কেইউ স্টাডিজ জার্নালের সদ্য প্রকাশিত ভলিউমের কপি খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরীর হাতে তুলে দেওয়া হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি