ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

কেইনের গোলে টটেনহ্যামের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ৬ ফেব্রুয়ারি ২০২৩

ইংলিশ প্রিমিয়ার লিগে হ্যারি কেইনের রেকর্ড গড়া গোলে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। তাতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগটি হাতছাড়া হলো দ্বিতীয় স্থানে থাকা সিটির।

রোববার রাতে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই হলো দারুণ। খেলার ১৫ মিনিটের সময়ে গোল করেন কেইন। পিয়া-এমিল হয়বিয়া বাড়ান বল ডান পায়ের শটে জালে জড়ান ইংলিশ ফরোয়ার্ড।

এর সুবাদে টটেনহ্যামের জার্সিতে সবচেয়ে বেশি ২৬৭টি গোলে রেকর্ডটা নিজের করে নিলেন কেইন। একই সঙ্গে তৃতীয় খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন ইংলিশ ফরোয়ার্ড। 

বাকি সময়ে কোনো দলই আর জালের দেখা পায়নি। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহ্যাম।

হারের স্বাদ পাওয়া সিটি ৪৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। আর ৩৯ পয়েন্টে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে টটেনহ্যাম।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি