বর্ণাঢ্য আয়োজনে চলছে একুশে টেলিভিশনের রজতজয়ন্তীর উৎসব
প্রকাশিত : ০৮:২২, ১৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:৫৯, ১৪ এপ্রিল ২০২৫

বেসরকারি খাতে দেশের প্রথম টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন পা রাখলো ২৬ বছরে। এ উপলক্ষে প্রথম প্রহরে কেক কেটে রজতজয়ন্তী উৎসব শুরু করা হয়।
একুশে স্টুডিওতে কেক কেটে উৎসবের শুরু করেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম।
এসময় ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিককর্মী, টেলিভিশনটির কলাকুশলীসহ অন্যান্য কর্মকর্তার উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম জুলাই গণভ্যুত্থানে শহিদদের স্মরণ করে বলেন, আন্দোলনকারীদের চাওয়ার-পাওয়ার পূরণে কাজ করবে একুশে টেলিভিশন। টেলিভিশনটির ভাইস চেয়ারম্যান তাসনোভা মাহবুব সালাম দেশের এক নম্বর টেলিভিশনে নিয়ে যেতে অঙ্গীকার ব্যক্ত করেন।
পতিত স্বৈরাচার সরকার একুশে টেলিভিশনের ওপর যে নির্যাতন চালিয়েছিল সে কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এছাড়া বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা, দেশে গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় একুশে টেলিভিশন গুরুত্ব ভূমিকা পালন করার কথা ব্যক্ত করেন।
২০০০ সালের ১৪ এপ্রিল, বাংলার চিরায়ত উৎসবের দিন নববর্ষে যাত্রা শুরু করে একুশে টেলিভিশন।
এএইচ