কেন এটিএম কার্ডে ৪ অঙ্কের পিন?
প্রকাশিত : ১৯:৪৩, ৮ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ০৯:২৬, ১০ সেপ্টেম্বর ২০১৭
বর্তমানে এটিএম কার্ডের জনপ্রিয়তা বেড়ে চলেছে। ব্যাংকগুলো একের পর এক এটিএম বুথ স্থাপন করছেন। নগদ টাকা নিয়ে চলাচলের ঝামেলা রয়েছে, কিন্তু কার্ড থাকলে প্রয়োজন হলেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার সুবিধা আছে।
এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চার অঙ্কের পিন নম্বর। এই কার্ডের চার অঙ্কের পিন যতক্ষণ সুরক্ষিত, আপনার টাকাও ততক্ষণ সুরক্ষিত। কিন্তু এই নম্বরটি চার অঙ্কেরই কেন হয়? কেন বেশি হয় না। এ নিয়ে রহস্যটাও বেশ মজার।
১৯৬৭ সালে এটিএম বা অটোমেটেড টেলারিং মেশিনের প্রথম ব্যবহার শুরু হয়। এই মেশিন তৈরি করেন স্কটিশ বিজ্ঞানী জন অ্যাড্রিয়ান শেফার্ড-ব্যারন। তিনি প্রথমে এটিএম কার্ডের পিনের ক্ষেত্রে ৬ সংখ্যার কথা ভেবেছিলেন, কিন্তু তাঁর স্ত্রী একথা শুনেই বেঁকে বসেন। তাঁর স্ত্রীর মতে, ৬ সংখ্যার পাসওয়ার্ড মনে রাখা বেশ কঠিন। তাঁর অনুরোধেই অ্যাড্রিয়ান ৪ সংখ্যার পিন দেন। আর তখন থেকে সেটাই চলে আসছে।
আর/ডব্লিউএন
আরও পড়ুন