ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কেন হচ্ছে বন্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮, ২৫ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

ভারতের আসাম ও চেরাপুঞ্জে মাত্রাতিরিক্ত আর দেশে চলতি মাসে রেকর্ড পরিমান বৃষ্টিতেই হাওরাঞ্চলে বন্যার কারণ বলে মনে করছেন পরিবেশবিদরা। ধান আবাদে প্রযোজনের চেয়ে বেশি সার আর কীটনাশক ব্যবহারে হাওরের মাছ মারা যাচ্ছে বলে মত তাদের। তারা বলেছেন, সরকারি সংস্থাগুলো সময়মত প্রযোজনীয় পদক্ষেপ নিতে পারেনি। একারণে বন্যায় ক্ষতির পরিমান বেড়েছে। 

উজান থেকে পাহাড়ি ঢল। দেশে ভারী বৃস্টি। ভাঙ্গছে হাওরাঞ্চলের বাঁধ। তলিয়ে গেছে ক্ষেতের ফসল। বিলিন কৃষকের শ্রম-সম্বল। মড়কে লাগে হাওরের মাছ। আগামি দিনগুলো কাটবে কিভাবে-তার দুচিন্তায় বিপন্নরা।

পরিবেশবিদরা বলছেন, উজানে আসাম ও চেরিপুঞ্জিতে চলতি মাসে রেকর্ড পারিমান বৃষ্টি হয়েছে। এতে বাংলাদেশের ভাটিঅঞ্চলে নেমে পাহাড়ি ঢল।

ধানের চারায় দেয়া সার এর কীটনাশকের পুরোটা গাছ নেয়ার আগেই ডুবে যায় ক্ষেত। সাথে যোগ হয় জলমগ্ন ধানের চারা অক্সিজেন নেয়া। আর একারণে হাওরের মাছ মারা যেতে শুরু করে বলে মত তাদের।

সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলোর সময়মত পদক্ষেপ না নেয়ায় ক্ষয়-ক্ষতির পরিমান বেশি বলেও মত তাদের।

এধনণের আগাম প্রাকৃতিক দুযোগ মোকাবেলার সক্ষমতা বাড়ানোরও তাগিদ পরিবেশবিদদের।

আরও দেখুন ভিডিওতে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি