ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে অমর একুশের অনুষ্ঠানমালা।

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০২৪

'একুশ মানে মাথা নত না করা' এই শ্লোগান ধারণ করে ৮ থেকে ১৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার এবং ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রতিবারের মতো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশের অনুষ্ঠানমালার আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

১২ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার ৫ম দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে সঙ্গীত, নৃত্য , আবৃত্তি ও পথনাটক পরিবেশিত হয় বিকেল ৪টা থেকে অমর একুশের অনুষ্ঠানমালায়।

বিন্দু শিশু দলের আবৃত্তি পরিবেশনা দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
দলীয় সঙ্গীত পরিবেশন করে ফোকবাংলা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম।
একক সঙ্গীত পরিবেশন করেন প্রিয়াঙ্কা গোপ, বিমান চন্দ্র বিশ্বাস, গুলে ফেরদৌস লতা, সমর বড়ুয়া ও প্রজ্ঞা লাবনী।
দলীয় নৃত্য পরিবেশন করে নন্দন কলা কেন্দ্র।
দলীয় আবৃত্তি পরিবেশন করে স্বরাঙ্গন, স্বরবৃত্ত ও নান্দনিক শিল্পালয়।
একক আবৃত্তি পরিবেশন করেন গোলাম সারোয়ার, শাহাদাত হোসেন নিপু ও অনিকেত রাজেশ।
পথনাটক পরিবেশন করে সময় সাংস্কৃতিক কেন্দ্র ও মুক্তালয়।

আগামীকাল ১৩ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবারের অনুষ্ঠান সূচি: 

দলীয় সংগীত- দৃষ্টি, সপ্তরেখা শিল্পী গোষ্ঠী, স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র
একক সংগীত- প্রলয় সাহা, তাহমিনা খন্দকার মুক্তি, শবরী মজুমদার, শিল্পী সাহা
দলীয় নৃত্য- পুষ্পাঞ্জলি
শিশুদল- রঙ্গপীঠ শিশুদল, মন্দিরা সাংস্কৃতিক পাঠশালা
দলীয় আবৃত্তি- মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র, স্বরকম্প ও চারুবৃক্ষ।
একক আবৃত্তি - মাসকুর-এ-সাত্তার কল্লোল, ঝর্ণা সরকার ও মাহমুদা আখতার।
পথনাটক- নাট্যযোদ্ধা, ঢাকা থিয়েটার মঞ্চ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি