ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

কেন্দ্রীয় শহীদ মিনারে জুনোর প্রতি শ্রদ্ধা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ৩০ অক্টোবর ২০২০

কেন্দ্রীয় শহীদ মিনারে রাজনৈতিক নেতা বীর মুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনোর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাজনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা। 

পরে তাকে গার্ড অব অনার দেয়া হয়। আজই তাকে বনানী কবরস্থানে বাবা-মায়ের কবরে সমাহিত করা হবে বলে জানা গেছে। 

এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৯ সেপ্টেম্বর ৭৬ বছর বয়সে মারা যান বীর মুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনো। 

শ্রদ্ধা জানাতে আসা প্রগতিশীল রাজনীতিবদরা জানান, ‘প্রগতিশীল সাংস্কৃতিক ও রাজনীতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন মুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনো। তিনি লড়াই করেছিলেন পাকিস্তান বিরোধী স্বাধীনতা আন্দোলনে এবং স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের মানুষের মুক্তির সংগ্রামে নিজেকে আজীবন নিয়োজিত রেখেছিলেন।’

তারা বলেন, ‘এই মানুষটির চলে যাওয়ায় আমাদের রাজনীতির ক্ষেত্রে, সমাজে বিশেষ করে সাংস্কৃতি আন্দোলনের ক্ষেত্রে বড় শূন্যতার সৃষ্টি হলো। মুক্তিযোদ্ধা জুনো যে আদর্শের জন্য কাজ করেছেন, মানুষের জন্য যা করতে চেয়েছেন সে আদর্শ যেন প্রতিষ্ঠিত হয়।’ 

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি