ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

কেন্দ্রের দু’শ মিটারের মধ্যে মোবাইল পেলেই গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৯, ১২ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:১৫, ১২ ফেব্রুয়ারি ২০১৮

পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে মোবাইল ফোনসহ কাউকে পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হবে। এমন নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা কেন্দ্রের কাছে একজন পরীক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রকে গ্রেফতারের পর এ নির্দেশ দেওয়া হয়।

রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রের কাছে ফাঁস হওয়া প্রশ্নপত্র পরীক্ষার্থীকে দেখানোর সময় গত ১০ ফেব্রুয়ারি পুলিশের হাতে গ্রেফতার হয় এক পরীক্ষার্থী ও ঢাবির এক ছাত্র। এই ঘটনার পরদিন রবিবার ওই আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

মন্ত্রণালয়ের উপসচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়, পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে হলে প্রবেশ করে আসনে বসার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে, কিছু কিছু কেন্দ্রে ওই সময়ের পরও পরীক্ষার্থীরা প্রবেশ করছে। এছাড়া, বিভিন্ন কেন্দ্রের আশেপাশে অনেকেই স্মার্টফোন নিয়ে ঘোরাফেরা করছে। এ অবস্থায় প্রশ্নফাঁস রোধ করে ও প্রশ্নফাঁসের গুজবমুক্ত সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীর আবশ্যিকভাবে হলে প্রবেশ ও আসন গ্রহণ নিশ্চিত করতে হবে এবং ওই সময়ের পরে কোনও পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া যাবে না। পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ও কেন্দ্রের ভেতরে মোবাইল ফোনসহ কাউকে পাওয়া গেলে তাকে তাৎক্ষণিক গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নিতে হবে।

এর আগে গত ২৫ জানুয়ারি সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য পরিপত্র জারি করে সরকার। এতে কেন্দ্রের ভেতরে স্মার্টফোন নিয়ে প্রবেশের ক্ষেত্রে বাধ্যবাধকতা আরোপ করা হয়। এই পরিপত্রের পর নতুন করে কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে মোবাইল ফোনের ওপর বাধ্যবাধকতা আরোপ করা হলো।


এসি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি