ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

কেন্দ্রের শাসন মানবে না কাতালোনিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪০, ২২ অক্টোবর ২০১৭

কাতালোনিয়াকে মাদ্রিদের সরাসরি নিয়ন্ত্রনে নেওয়ার পরিকল্পনা মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্পেনের স্বায়ত্ত্বশাসিত ওই অঞ্চলটির প্রেসিডেন্ট কার্লোস পুজদেমন। তিনি বলেছেন, ১৯৩৯-১৯৭৫ সালের জেনারেল ফ্রাঙ্কোর একনায়কতান্ত্রিক শাসনের পর এটি হবে কাতালোনিয়ার সংবিধান লঙ্ঘনের সবচেয়ে খারাপ উদাহরণ। খবর বিবিসির।


কাতালোনিয়াকে স্পেনের সরাসরি শাসনে নিয়ে যাওয়ার ঘোষণার পর স্থানীয় সময় শনিবার রাতে এক প্রতিক্রিয়ায় পুজদেমন কাতালোনিয়ায় মাদ্রিদের নিয়ন্ত্রণের পরিকল্পনা সরাসরি নাকচ করে দেন। পুজদেমন বলেন, আলোচনার সব প্রস্তাব প্রত্যাখ্যানের পর স্পেন সরকার কাতালানের গণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।


স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় কাতালোনিয়ার সরকার বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে নতুন নির্বাচনের আগ পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রীরা ওই অঞ্চলের সরকারের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন। কাতালোনিয়ার স্বাধীনতা প্রশ্নে গণভোটের পর এই সিদ্ধান্তের কথা জানান তিনি।


রাহোয়ের পরিকল্পনার প্রতিক্রিয়ায় কাতালান পার্লামেন্টে অধিবেশন ডাকবেন বলে জানিয়েছেন পুজদেমন।
ইউরোপীয় নাগরিকদের প্রতি ইংরেজি ভাষায় আহ্বান জানিয়ে পুজদেমন বলেন, ইউরোপীয় ইউনিয়ন মনে করছে, কাতালোনিয়া ঝুঁকির মধ্যে রয়েছে।


স্পেনের সিনেটকে প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুমোদন করতে হবে। এতে সপ্তাহ খানেক সময় লাগতে পারে। রাহয়ের রক্ষণশীল পপুলার পার্টি সিনেটে সংখ্যাগরিষ্ঠ। এছাড়া অন্য প্রধান দলগুলোও প্রধানমন্ত্রীর প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবে। এর ফলে রাহয়ের প্রস্তাব বড় ধরনের কোনো বাধা ছাড়াই পাস হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।


কেন্দ্রের বাধা আর নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১ অক্টোবর গণভোটের আয়োজন করা হয় কাতালোনিয়ায়। এতে ৯০ শতাংশ ভোটার কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে রায় দেন। এরপর থেকে সংকটের সূত্রপাত। স্পেন সরকার এই গণভোটকে বেআইনি ও অসাংবিধানিক হিসেবে অভিহিত করেছে।
সূত্র : বিবিসি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি