ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কেপ টাউনের রাস্তায় বিরাট-অনুষ্কার নাচ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৩, ৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৮:৫৩, ৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

নাচলেন গাইলেন দর্শকদের মাতালেন বিরাট কোহলি ও আনুষ্কা শর্মা। তবে সেটা পর্দায় নয় একেবারে মাঝ রাস্তায়। তাও আবার আফ্রিকার রাস্তার মাঝে! অবাক হচ্ছেন? জ্বি এটা সত্য ঘটনা। তাদের নাচের সেই দৃশ্যে এখন ভাইরাল।

ভারতীয় ক্রিকেট দল বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে। তাই বিরাট কোহলির সঙ্গে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন অনুষ্কা শর্মাও। দক্ষিণ আফ্রিকার অধিবাসীদের সঙ্গে মাঝ রাস্তায় তাদের নাচের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ঠিক বুঝা যাচ্ছে না তারা কি ধরনের নাচ নাচছেন। তবে তার মাঝে যে ভাংরা নাচ মিশানো আছে সেটা বুঝা যাচ্ছে সহজেই।

এই তারকা দম্পতির বিয়ের পর থেকেই তাদের নিয়ে সংবাদমাধ্যম এবং আমজনতার কৌতূহলের শেষ নেই। ইতালির তাস্কানিতে গত ১১ ডিসেম্বর বিয়ে করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও অভিনেত্রী অনুষ্কা শর্মা। পরে দেশে ফিরে এসে দু’টি রিসেপশনেরও আয়োজন করেছেন তারা।

বিয়ের পর থেকেই এই গ্ল্যামারজুটির বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কখনো একসঙ্গে নাচতে দেখা যাচ্ছে তাদের, কখনো বা একান্তে দেখা যাচ্ছে তাদের। দক্ষিণ আফ্রিকার রাস্তায় তারা সেখানকার বাসিন্দাদের শিখিয়ে দিলেন ভাংরা নাচের স্টেপ।

ভিডিও দেখতে ক্লিক করুন

 

এসি/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি