ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

কেবিনেটে মোদীর নতুন ৯ মন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১১, ৩ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ০৯:৪১, ৫ সেপ্টেম্বর ২০১৭

ভারতের কেন্দ্রীয় সরকারের কেবিনেটে নতুন ৯ মন্ত্রী নিয়োগ লাভ করেছেন । আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে তাদের শপথ নেয়ার কথা রয়েছে। নতুন নিয়োগ পাওয়াদের মধ্যে রয়েছে চারজন সাবেক আমলা এবং বিজেপি দলের রাজস্থান, কর্নাটক ও মধ্য প্রদেশের নেতারা। 

তাদের মধ্যে অশ্বিন কুমান কুবে বিহারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বীরেন্দ্র কুমার মধ্য প্রদেশ থেকে নির্বাচিত লোকসভার সদস্য, উত্তর প্রদেশ থেকে মনোনীত রাজ্যসভার সদস্য শিপ প্রতাপ শুকলা, কর্নাটক থেকে পাচঁবারের নির্বাচিত লোকসভার সদস্য, সাবেক আমলা ও উত্তর প্রদেশ থেকে নির্বাচিত লোকসভার সদস্য সত্য পাল সিং, রাজস্থান থেকে নির্বাচিত লোকসভার সদস্য গজেন্দ্র সিং শেখহাওয়াত, জাতিসংঘে ভারতের সাবেক দূত হারদীপ সিংহ পুরি, দেশটির সাবেক স্বরাষ্ট্রসচিব রাজ কুমার সিং এবং সাবেক আমলা ও আইনজীবী আলফোনস কান্নাথানাম।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী রাধা মোহন সিং , প্রতিমন্ত্রী সঞ্জীব বলিয়ান , পানিসম্পদমন্ত্রী উমী ভারতী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফাগান সিং কুলাস্তে, মানবসম্পদ প্রতিমন্ত্রী মহেন্দ্র পান্ডে এবং স্কিল ডেভেলপমেন্ট প্রতিমন্ত্রী রাজীব প্রতাপ রুডি পদত্যাগ করলে এই সিদ্ধান্ত নেয়া হয় । 

সূত্র: এনডিটিভি

এমএইচ/ডব্লিউএন

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি