ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

কেমন হবে ফাইনালের স্কোয়াড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ১৮ মার্চ ২০১৮ | আপডেট: ১৩:৩৯, ১৮ মার্চ ২০১৮

নিদাহাস ট্রফির ফাইনালে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। গত ম্যাচ বহু লড়াই করে জিতেছে মাহমুদুল্লারা। অনেক শক্তি ক্ষয় করতে হয়েছে। শ্রীলংকার এগারো খেলোয়ারের পাশাপাশি আম্পায়ারাও ছিলেন প্রতিপক্ষ। নয়তো কী! শেষ ওভারে প্রথম দুটি বল মাথার উপরে বাউন্সার। কিন্তু ‘নো’ ডাকার খবর নেই। যেন জোর করে টাইগারদের হারিয়ে দেওয়ার চেষ্টা। অবশেষে মাহমুদুল্লাহর অনবদ্য লড়াইয়ে ফাইনালের স্বপ্ন পূরণ হয়েছে।
আজকের ম্যাচে চাঙা বাংলাদেশ নামবে স্নায়চাপে থাকা ভারতের বিপক্ষে। কারণ এর আগে সিরিজে বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে ভারত জিতেছে লড়াই করে।
এই মূহূর্তে একটাই প্রশ্ন কেমন হবে আজকের ম্যাচে বাংলাদেশের একাদশ? সাধারণত উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না কোনো দল। তবে প্রয়োজন ও পারফরমেন্স বিবেচনায় আজকের ম্যাচে বাংলাদেশ স্কোয়াডে একটি বা দুটি রদবদল এলে অবাক হওয়ার কিছু থাকবে না।
এই সিরিজে ব্যাটিং ও বোলিং দুটি ডিপার্টমেন্ট-ই ভুগিয়েছে বাংলাদেশকে। সর্বশেষ ম্যাচে সাকিব যোগ দিয়েছেন টিমে। এর আগের ম্যাচগুলোয় বিশ্বসেরা এ অলরাউন্ডারের জায়গায় একজন বোলার ও একজন ব্যাটসম্যানকে খেলাতে হয়েছে। সাকিব দলে ফেরায় টিম একদিকে যেমন উজ্জীবিত অন্যদিকে ব্যালেন্সডও।

আজকের ম্যাচে সাত ব্যাটসম্যান, দুই স্পিনার (সাকিবসহ তিন) এবং দুই পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। দুই পেসার কে সেটি নিশ্চিত। রুবেল ও মুস্তাফিজ। তবে দলে তৃতীয় সিমার খেলানো হলে ভাগ্য সুপ্রসন্ন হতে পারে তাসকিন কিংবা আবু হায়দার রনির।

এই সিরিজে নিজেকে একেবারেই মেলে ধরতে পারছেন না সাব্বির। নির্ভরযোগ্য এ মিডলঅর্ডারকে বারবার জায়গা পরিবর্তন করেও কোনো কাজ হচ্ছে না। গত ম্যাচে সাকিব নিচে নেমে ওয়ানডাউনে খেলতে দেন সাব্বিরকে। তাও ১৫ রানের বেশি করতে পারেননি। তাই আজকের ম্যাচে তার না থাকার সম্ভাবনা রয়েছে। তার জায়গায় ইমরুল কায়েস কিংবা মিঠুনকে নেওয়া হতে পারে।

অন্যদিকে লিটন দাস একটি ম্যাচ ভালো করলেও পরেরগুলোতে ফ্লপ। সেক্ষেত্রে তাকে স্কোয়াড থেকে বাদ দিলে তার জায়গায়ও দলে ঢুকে পড়তে পারেন ইমরুল। তবে শেষ পর্যন্ত লিটনকে দলে রাখা হতে পারে বলে বিসিবি সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।


বোলিংয়ে তৃতীয় সিমার বেশ ভোগাচ্ছে এই সিরিজে। প্রতিদিন একজন পেসার মার খাচ্ছেন। কোনোদিন তাসকিন, কোনোদিন মুস্তাফিজ আবার কোনোদিন আবু হায়দার রনি। এই মূহূর্তে বিকল্প হাতে না থাকায় আজও মুস্তাফিজ, রুবেলের উপরেই আস্থা রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তৃতীয় সিমার হিসেবে তাসকিন কিংবা রনির উপর ভরসা রাখতে পারছে না টিম ম্যানেজমেন্ট। কারণ তাসকিন গতির পেছনে ছুটতে গিয়ে খেই হারিয়ে ফেলেন। বল জায়গা মতো ফেলতে পারেন না। ফলে মার খেয়ে মেজাজ হারান। অন্যদিকে রনি নিজেকে মেলে ধরতে পারেন নি। বেশ খরুচে বোলার।

যদিও কেউ কেউ বলছেন, ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের জন্য তাসকিনের অভিজ্ঞতা কাজে দিতে পারে। তথাপি আজকের ম্যাচেও তাসকিন মাঠের বাইরে থাকছেন সাম্প্রতিক পারফরমেন্সের কারণে, এটি মোটামুটি নিশ্চিত। তবে তৃতীয় স্পিনার হিসেবে নাজমুল ইসলাম অপুকে দলে না নেওয়া হলে তাসকিনের সম্ভাবনা রয়েছে। কারণ গত ম্যাচে নাজমুলকে দলে নেওয়া হলেও তাকে দিয়ে বল করানো হয়নি। নতুন বোলারকে ডেকে এনে ঝুঁকি নিতে চাননি অধিনায়ক। মাহমুদুল্লাহ পাক্কা চার ওভার বল করেছেন। 

এই ম্যাচেও মুস্তাফিজ, রুবেলের তৃতীয় সিমার হিসেবে বল করানো হতে পারে সৌম্যকে। গত ম্যাচে সৌম্যকে দিয়ে বেশ কয়েক ওভার বল করানো হয়েছিল। সাফল্যও এসেছে। সাকিব গত ম্যাচে দুই ওভার বল করলেও এই ম্যাচে বোলিংয়েও নেতৃত্ব দেবেন। স্পিনে সাকিবকে সঙ্গ দেবেন মিরাজ। মাহমুদুল্লাহ রিয়াদ তো আছেনই। আর নাজমুলকে দলে নেওয়া হলে তাকে দিয়েও দু’তিন ওভার বল করানো হতে পারে।


সবমিলিয়ে আজকের ম্যাচে ৭ জন বোলারকে ব্যবহার করা হতে পারে। তারা হলেন-রুবেল, মুস্তাফিজ, সাকিব, মিরাজ, সৌম্য, মাহমুদুল্লাহ ও নাজমুল কিংবা তাসকিন (দুজনের মধ্যে যিনি দলে জায়গা পাবেন)।

তবে ব্যাটিং নিয়েই বেশি চিন্তিত টাইগার শিবির। কারণ মুশফিক ছাড়া কেউ এই সিরিজে ধারাবাহিক পারফর্ম করতে পারছে না। সেজন্য আজকের ম্যাচে বড় স্কোরের প্রত্যাশা থাকবে তামিম, সাকিব, মুশফিক, সাব্বির ও লিটনের ব্যাট থেকে। আর দু:সময়ে মাহমুদুল্লাহ তো আছেন-ই। টেল এন্ডারদের মধ্যে মিরাজকেও দায়িত্বশীল ব্যাট করতে হবে সুযোগ পেলে। আর সৌম্যের গত দুই ম্যাচের পারফরমেন্সও ভালো নয়। আজকের ম্যাচে নিজেকে মেলে ধরার প্রত্যাশার চাপ রয়েছে সৌম্যর।

 সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির হোসেন/ইমরুল কায়েস/মিঠুন, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও নাজমুল ইসলাম/ তাসকিন।  

/এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি