কেমন হলো নেইমারহীন ব্রাজিলের একাদশ
প্রকাশিত : ২১:৪০, ২৮ নভেম্বর ২০২২
আগের ম্যাচের পর বড় একটা দুঃসংবাদই পেয়েছিল ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে ম্যাচে চোট পেয়ে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছেন নেইমার দ্য সিলভা জুনিয়র। দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়াই আজ খেলতে নামছে সুইজারল্যান্ডের বিপক্ষে। কেমন হলো ব্রাজিলের একাদশ?
সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে পরিবর্তন এসেছে দুটি। আজকের একাদশে মিলিতাও এসেছেন, সঙ্গে মিডফিল্ডার ফ্রেড। নেইমারের সঙ্গে আগের ম্যাচে ছিটকে গিয়েছিলেন দানিলোও।
বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হচ্ছে ব্রাজিল-সু্ইজারল্যান্ডের ম্যাচটি। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে। তাই আজ যারই জিতবে, চলে যাবে শেষ ষোলেতে।
ব্রাজিলের একাদশ:
অ্যালিসন (গোলরক্ষক), এদের মিলিতাও, মাকিনহোস, থিয়াগো সিলভা, সান্দ্রো, লুকাস পাকেতা, ক্যাসেমিরো, ফ্রেড, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়াস।
সুইজারল্যান্ডের একাদশ:
ইয়ান সোম্মার (গোলরক্ষক), সিলভান ভিডমার, মানুয়েল আকানজি, এলভেদি, রিকার্ডো রদ্রিগেজ, রেমো ফ্রুলার, হাকা, শাকিরি, সউ, ভার্গাস, ব্রিল এমবোলো।
এনএস/