ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

কেমব্রিজ অ্যানালিটিকা কাণ্ডে অস্বস্তিতে কংগ্রেস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৪, ২৮ মার্চ ২০১৮

কেমব্রিজ অ্যানালিটিকা কাণ্ডে আরও অস্বস্তি বাড়ল কংগ্রেসের। এবার অভিযুক্ত সংস্থার সঙ্গে কংগ্রেসের যোগাযোগের প্রমাণ পেশ করলেন প্রতিবাদী ক্রিস্টফার ওয়েলি। জানালেন, ভারতে দারুণ কাজ করেছে নিজেদের প্রচারপত্রে উল্লেখ করেছে কেমব্রিজ অ্যানালিটিকা। সেই প্রচারপত্রে নাম রয়েছে কংগ্রেসেরও।

কেমব্রিজ অ্যানালিটিকা দুর্নীতি নিয়ে তদন্ত করছে ব্রিটেনের হাউজ অফ কমেনসের ডিজিটাল, কালচার, মিডিয়া ও স্পোর্টস কমিটি। সেই কমিটির হাতেই এদিন যাবতীয় নথি তুলে দেন ক্রিস্টফার। তাতে উল্লেখ রয়েছে, ভারতে কেমব্রিজ অ্যানালিটিকার প্রচুর কর্মী রয়েছে। শুধু তাই নয়, এদেশে দফতরও রয়েছে বিতর্কিত ওই সংস্থার।

এদিন কমিটির সামনে শপথ নিয়ে ক্রিস্টফার বলেন, ভারতে কেমব্রিজ অ্যানালিটিকা প্রচুর কাজ করেছে। ভারতে তাদের দফতর রয়েছে। আমার মনে হয় কংগ্রেস তাদের গ্রাহক ছিল। তবে অন্যান্য বহু সংস্থার হয়েও কাজ করেছে তারা। দেশব্যাপী কোনও প্রকল্পের নাম আমার মনে পড়ছে না, তবে বিভিন্ন রাজ্যে বহু কাজ করেছে তারা। আর মনে রাখতে হবে ভারত এত বড় দেশ যে এক একটা রাজ্যই গোটা ব্রিটেনের সমান।

এদিন ওয়েলি বলেন, কেমব্রিজ অ্যানালিটিকা যা করেছে তাকে আধুনিক ঔপনিবেশিকতা বলা যেতে পারে।

সূত্র: জিনিউজ

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি