ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কেরানীগঞ্জে গণহত্যা দিবস পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৬, ২ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

আজ ২ এপ্রিল, ঢাকার কেরানীগঞ্জ গণহত্যা দিবস। ১৯৭১ সালের ২ এপ্রিল ভোররাতে ঘুমন্ত অবস্থায় ঢাকার মিটফোর্ট এলাকা থেকে টিক্কা খানের কুখ্যাত বিগ্রেডিয়ার বশিরের নেতৃত্বে কেরানীগঞ্জের নজরগঞ্জ, মান্দাইল কসাইভিটা এলাকায় কামান আর মর্টারের হামলা চালায়। এই হামলায় প্রায় ৫ হাজার লোক নিহত হয়। নিহতদের কেরানীগঞ্জে বিভিন্ন এলাকায় গণকবর দেয়া হয়।

কেরানীগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আজ শুক্রবার সকাল ৯টায় মনু বেপারীর ঢাল এলাকায় অবস্থিত শহীদ স্মৃতি সৌধে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের পক্ষে জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন সাকু ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পদক ম,ই মামুন স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ পরিষদের আয়োজনে হিরা কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ পরিষদের আহ্বায়ক নূর আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রওশন ইয়াজধানী,কালেন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান প্রমুখ।
সূত্র : বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি