কেরানীগঞ্জে ব্যাংক থেকে ৩ ডাকাতের আত্মসমর্পণ
প্রকাশিত : ১৮:৪১, ১৯ ডিসেম্বর ২০২৪
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতির চেষ্টা করা হয়েছে। এ সময় ডাকাতরা ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের প্রায় সাড়ে ৩ ঘণ্টা জিম্মি করে রাখে। পরে যৌথ বাহিনীর তৎপরতায় তিন ডাকাতকে আত্মসমর্পণে বাধ্য করা হয়। এ সময় ভেতরে আটকে পড়া জিম্মিদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে পুলিশের কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তিন ডাকাতকে ব্যাংক থেকে আটক করে একটি সাদা মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়।
ঘটনাস্থলে এক র্যাব কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের জানান, ব্যাংকের ভেতরে তিন ডাকাতকে আটক নিয়ে যাওয়া হয়েছে। তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র ছিল।
স্থানীয় জানান, দুপুর দেড়টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েকশো লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন। পরে স্থানীয়রা ব্যাংকের গেটে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। ডাকতরা আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাংকের কর্মকর্তাদের ও গ্রাহকদের জিম্মি করে ফেলে। এ ঘটনায় ব্যাংকের ভেতরে ১২ জন ডাকাত সদস্য থাকার খবর পাওয়া গেছে। এছাড়া, ১০ থেকে ১২ জন গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারী জিম্মি করেন।
এর আগে ডাকাতির খবরে এলাকাবাসী ব্যাংকটির সামনে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ-র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্য বাহিনীর সদস্যরা এসে বাইরে থেকে ব্যাংকটি ঘিরে ফেলেন।
এমবি
আরও পড়ুন