ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

কেরানীগঞ্জে হেলে পড়া ভবন পরিত্যক্ত (ভিডিও)

প্রকাশিত : ১৩:৫৫, ২৪ মার্চ ২০১৯ | আপডেট: ১৫:০৭, ২৪ মার্চ ২০১৯

কেরানীগঞ্জের কালীগঞ্জে ৫ তলা একটি ভবন হেলে পড়ায় পরিত্যক্ত ঘোষণা করেছে প্রশাসন। ঝুঁকিপূর্র্ণ ভবনটি থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদে। এরই মধ্যে ভবনটি সিলগালাও করে দেয়া হয়েছে।

কালিগঞ্জ বাজারের পশ্চিমপাড়া। ভবনটি ৫ ইঞ্চি হেলে পড়লে বাড়িরমালিক শহিদুল ইসলাম বাঁশ-খুটি দিয়ে ঠেকা দেয়ার চেষ্টা করেন।

এলাকাবাসীর কাছে খবর পেয়ে ছুটে আসে প্রশাসন ও ফায়ারসার্ভিস।

রাজউকের অনুমোদন ছাড়াই বাড়িটি ৩ তলা ফাউন্ডেশন দেওয়া হয়। নতুনভাবে পিলার স্থাপন করতে গেলে সমস্যা বাড়ে।

গেল ৫ বছরে ধাপে ধাপে বিভিন্ন নির্মাণ শ্রমিককে দিয়ে ভবনটি নির্মাণ করা হয়। কোন ইঞ্জিনিয়ারও নিয়োগ দেওয়া হয়নি।

ভবনটি থেকে সবাইকে নিরাপদে সরিয়ে বিদ্যুৎ ও গ্যাস লাইন বিচ্ছিন্ন করে সিলগালা করে দেওয়া হয়।

পরবর্তী বাড়িটি ভাঙ্গার কাজে হাত দেয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

বিস্তারিত দেখতে ভিডিও ক্লিক করুন :

এসএ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি