ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কেসিসি’র সাবেক মহিলা কাউন্সিলর অ্যাড. জলি গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ১ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) অব্যহতিপ্রাপ্ত মহিলা কাউন্সিলর অ্যাডভোকেট জেসমিন পারভীন জলিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খুলনা সদর থানায় দায়েরকৃত মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জেসমিন পারভীন জলি খুলনা জেলা যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু নির্যাতন দমন আদালত খুলনার প্রাক্তন পিপি।

পুলিশের সূত্র জানান, খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের মাধ্যমে শনিবার দুপুর দেড়টার দিকে নগরীর মোল্লাপাড়া তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম বলেন,  জেসমিন পারীভন জলি খুলনা সদর থানায় গত বছরের ২১ সেপ্টেম্বর দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগিতায় আন্দোলনে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি