কোচবিহারে নির্বাচনের প্রচারে মোদি-মমতা
প্রকাশিত : ১১:৪৩, ৪ এপ্রিল ২০২৪
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে আজ একই দিনে লোকসভা নির্বাচনের প্রচারে নামছেন বিজেপির নরেন্দ্র মোদি ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
মাত্র ৩০ কিলোমিটার দূরত্বের ব্যবধানে নির্বাচনী সভা করবেন দুই নেতা।
আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে মাথাভাঙায় জনসভা করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আড়াই ঘণ্টা পর এই জনসভা থেকে ৩০ কিলোমিটার দূরে রাসমেলা মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
একই দিনে দুই হেভিওয়েটের জনসভাকে ঘিরে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা।
এ আসনে এবারও বিজেপির হয়ে টিকিট পেয়েছেন গতবারের জয়ী নিশীথ প্রামাণিক। তৃণমূলের ভরসা জগদীশ বর্মা বসুনিয়া।
এবার নির্বাচনে হারানো আসন ফিরে পেতে মরিয়া তৃণমূল। অন্যদিকে, আসন ধরে রাখার চ্যালেঞ্জ বিজেপির সামনে। মোট প্রার্থী ১৪ জন হলেও মূল লড়াই হবে ঘাসফুল আর পদ্মের মধ্যে।
এএইচ
আরও পড়ুন