কোটা আন্দোলনকারীদের হামলা ছাত্রলীগের নয় : জাকির হোসাইন
প্রকাশিত : ১৫:২৭, ৩০ জুন ২০১৮
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হওয়া কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ হামলা করেনি, দ্রু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে দাবি করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন। তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নেতারা বলছেন, ছাত্রলীগ তাদের উপর অতর্কিত এই হামলা চালায়।
আজ শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পূর্বঘোষিত সংবাদ সম্মেলনের আয়োজন করে কোটা আন্দোলনকারীদের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। পরিষদের নেতারা ও শিক্ষার্থীরা সেখানে হাজির হলে অতর্কিত হামলা চালানো হয়। এতে মুহূর্তের মধ্যে ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা, ভন্ডুল হয়ে যায় সংবাদ সম্মেলন।
এ বিষয় কোটা সংস্কার আন্দোলনকারীদের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক হাসান আল মামুন একুশে টিভি অনলাইনকে বলেন, আমরা সংবাদ সস্মোলনের উদেশ্যে কেন্দ্রীয় লাইব্রেরি আসলে ছাত্রলীগ আমাদের ওপর লাঠিশোটা নিয়ে হামলা চালায়। এতে আমিসহ ৫ জন আহত হই।
হামলার বিষয় জানতে চাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন একুশে টিভি অনলাইনকে বলেন, আমার জানা মতে কোটা আন্দোলনকারীদের দু’গ্রুপের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। আমরা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের জন্য সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি মাত্র।
প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের দফায় দফায় আন্দোলন শেষে গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে দেওয়া ভাষণে ‘কোটাই থাকবে না’ বলে ঘোষণা দেন। এই ঘোষণাকে সাধুবাদ জানিয়ে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। সংগঠনটির নেতারা জানান, প্রধানমন্ত্রীর ঘোষণার আড়াই মাস অতিবাহিত হলেও কোটা সংস্কারের কোনো প্রজ্ঞাপন জারি হয়। আজকের সংবাদ সম্মেলন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা ছিল।
/ এআর /
আরও পড়ুন