কোটা সংস্কার: প্রজ্ঞাপনের দাবিতে রাবিতে বিক্ষোভ
প্রকাশিত : ১৩:৪৩, ১৩ মে ২০১৮
জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া কোটা বাতিল ঘোষণার প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফের সেখানে এসে শেষ হয়। এরপর তারা সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।
এসময় কোটা সংস্কার আন্দোলনের রাবি শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মোরশিদুল আলম বলেন, কোটা কখনো সম্মানের মানদণ্ড হতে পারে না। কোটা যদি সম্মানের মানদণ্ড হতো, তাহলে তাদের নামের পাশে কোটাধারী লেখা থাকতো। সম্মানের মানদণ্ড হলো মেধা।
আন্দোলণকারী শিক্ষার্থীরা বলেন, আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি। আমরা আর আন্দোলনে নামতে চাই না। আমরা দ্রুত কোটা বাতিলের ঘোষণার প্রজ্ঞাপন জারি চাই।
বিক্ষোভে শিক্ষার্থীরা ‘আর নয় কালক্ষেপণ এবার চাই প্রজ্ঞাপন’, ‘পাঞ্জেরী পাঞ্জেরী, প্রজ্ঞাপনের কতো দেরী’ ইত্যাদি স্লোগান দেন।
এর আগে গতরাতে কেন্দ্রীয় কর্মসূচির দেওয়া আজকের কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয় রাবি শাখার আহ্বায়ক মাসুদ মোন্নাফ। এরপর সকালে আবার আন্দোলনের ঘোষণা দেন আন্দোলন সমন্বয়করা।
এ বিষয়ে জানতে চাইলে মাসুদ মোন্নাফ বলেন, বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ও রোজার ছুটি সামনের সপ্তাহে শুরু হচ্ছে। অনেকে বাড়ি যেতে শুরু করেছে। তাই কেন্দ্র থেকে আমাদের আন্দোলনের কথা বললে আমরা শিক্ষার্থী সংকটের কথা বিবেচনা করে স্থগিতের ঘোষণা দেই। পরে কেন্দ্র আমাদের শিক্ষার্থী কম হলেও আন্দোলণ করার আহ্বান জানান।
সমাবেশে শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এন/এসএইচ/
আরও পড়ুন