ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কোটার সংস্কার দাবিতে উত্তাল শাহবাগ

প্রকাশিত : ১২:৪৮, ৪ মার্চ ২০১৮ | আপডেট: ১৩:২৬, ৪ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি সংগঠনের ব্যানারে কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচি থেকে বিদ্যমান কোটা প্রথার সংস্কার করে ১০ শতাংশে নামিয়ে আনার দাবি উঠেছে।

আজ সকাল দশটা থেকে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় তারা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের স্লোগানে উত্তাল শাহবাগ।
মূলত পাঁচ দফা দাবি নিয়ে তারা এ আন্দোলন করছেন বলে জানান আন্দোলনের অন্যতম সমন্বয়কারী জহিরুল শামীম। তিনি একুশে টিভি অনলাইনকে জানান, ১৭ ফেব্রুয়ারি থেকে কোটা পদ্ধতিতে ব্যাপক সংস্কারের দাবিতে তারা মাঠে নামেন। আজকের এ অবস্থান কর্মসূচিতে প্রায় হাজারখানেক শিক্ষার্থী যোগ দেন।
আন্দোলনের অন্য সমন্বয়কারী হাসান আল মামুন জানান, দেশের ২% মানুষের জন্য ৫৬% কোটা, আর বকি ৯৮% মানুষের জন্য ৪৪% নিয়োগ - এটার যৌক্তিক কোনো কারণ থাকতে পারে না। কোটার সংস্কার করে ১০% এ নিয়ে আসতে হবে। তাদের দাবিগুলোর মধ্যে আরও রয়েছে-যোগ্যপ্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে মেধাভিত্তিতে নিয়োগ দেওয়া, নিয়োগ পরীক্ষায় একজন কোটাধারী একাধিকবার সুযোগ না দেওয়া, বিশেষ নিয়োগ পরীক্ষা বাতিল করা, চাকরি ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাটমার্কস ও অভিন্ন বয়স সীমা নির্ধারণ।
সাধারন শিক্ষার্থী পরিষদ এর আগে ১৭ ও ২৫ ফেব্রুয়ারীও অবস্থান কর্মসূচী পালন করেছিল।
আন্দোলনের সঙ্গে জড়িত ফারুক আহমেদ ও আল আমীন আশিক এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, আমাদের এ দাবি যৌক্তিক দাবি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে নেবেন সেটাই আমার বিশ্বাস। এ দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।
উল্লেখ্য চাকরি ক্ষেত্রে নানা ধরনের কোটাপদ্ধতির কারণে যোগ্যপ্রার্থীরা বঞ্চিত হচ্ছেন এমন অভিযোগে দীর্ঘদিন কোটা পদ্ধতির সংস্কারের দাবি জানিয়ে আসছে চাকরিপ্রার্থীরা।

ভিডিও দেখুন :


/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি