কোটালীপাড়ায় শেখ হাসিনার পক্ষে গণসংযোগ
প্রকাশিত : ১৭:৩২, ২২ ডিসেম্বর ২০২৩
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেছে উপজেলা যুবলীগ।
বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আমতলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় মহিলা লীগের নেতারা অংশ নেন। গণসংযোগ শেষে আমতলী ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এসে একটি পথসভা করা হয়।
মহিলা আওয়ামী লীগ আয়োজিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফেজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, জেলা মহিলা লীগের সভানেত্রী নাসিমা আক্তার রুবেল, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শান্তি লতা বাড়ৈসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও যুব মহিলা লীগের সিনিয়র নেতারা বক্তব্য দেন।
এদিকে উপজেলার ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা কৃষক লীগের সহ-সভাপতি মো. মোস্তফা কামাল রামশীল ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গণসংযোগ করেন। এ সময় রামশীল ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাসসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, উপজেলার পিঞ্জুরী, কান্দি, কুশলা, হিরণ, বান্ধাবাড়ি, রাধাগঞ্জ, কলাবাড়ি, সাদুল্লাপুর, শুয়াগ্রাম ও পৌরসভায় দলীয় নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উঠান বৈঠক ও পথসভা করেন।
কেআই//
আরও পড়ুন