ঢাকা, সোমবার   ২৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কোটি টাকা মুক্তিপণ দাবি, ফাঁদে ধরা খেলেন সাংবাদিকসহ ২ রাজনৈতিক নেতা

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৭, ২৩ মার্চ ২০২৫ | আপডেট: ০৯:০৮, ২৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

খুলনা মহানগরে ব্যবসায়ীকে অপহরণ করে কোটি টাকা মুক্তিপণ দাবি ও অর্থ না দিলে হত্যার হুমকি দেয় একটি চক্র। এ ঘটনায় অপহৃত ব্যক্তির স্বজনরা খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় ৫০ লাখ টাকা দেয়ার ফাঁদ পাতেন। ফাঁদে পা দেন অপহরণকারীরা।

অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একে একে আটক করা হয় একজন সাংবাদিক, একজন বিএনপি নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন নেতাকে। উদ্ধার করা হয় অপহৃতকেও। 
শনিবার দিবাগত গভীর রাতে ফিল্মি স্টাইলে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন দরগা রোডে ঘটনাটি ঘটে।

অপহৃত ব্যবসায়ী নুর আলম (৫৬) গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্থায়ী বাসিন্দা ও বর্তমানে লবণচরা থানাধীন দরগা রোডে বসবাস করেন।

গ্রেফতারকৃতরা হলেন- খুলনার স্থানীয় দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক জিয়াউস সাদাত, মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও নগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাহবুব হাসান পিয়ারু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমন মোল্লা। ইমন নগরীর বসুপাপাড়া এতিমখানা রোডের বাসিন্দা আজগর মোল্লার ছেলে।

কেএমপি গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. তৈমুর ইসলাম জানান, ফাঁদ পাতা হোয়াটসঅ্যাপের কথোপকথন থেকে জানা গেছে, জাতীয় নাগরিক কমিটির নেতা পরিচয়ে জিম্মি করা ব্যবসায়ীর ছেলের মোবাইলে রিং দিয়ে এক কোটি (কোটি উল্লেখ না করে শুধুমাত্র এক উচ্চারণ করা হয়) টাকা চাঁদা দাবি করে। 

ফোনে বলা হয়, ‘শোনো আমি বলি তোমাকে, গতকালতো তোমাকে একটা কথা আমি বলে আসছিলাম তাইনা? আমি একের কথা বলছিলাম। এ ঘটনা তো আমি ঘটাইনি। নিশ্চয়ই এর ওপরে আরো কেউ না কেউ আছে। এটাতো বোঝ তোমরা। বা কারো না কারো সিদ্ধান্তে এটা হচ্ছে। এটা যদি না বোঝো তাহলে তো বোকামি হবে। ঢাকার লোকজন এর সঙ্গে ইনভল্ভ। এখন আমি বলি, গতকালকে আমি তোমাকে বলে আসছি হার্ডভাবে যে, একের নিচে এখানে কোনো সমাধান হবে না। তারপরেও আজকে তোমাদের সার্বিক অবস্থা দেখে আমি ফাইট দিয়েছি, কথা বলেছি, আমি আমার জায়গা থেকে ফাইট দিয়ে বলেছি এক কোনোভাবেই সম্ভব না। ফিফটি দিতে হবে।’ 

এভাবে ছয় মিনিট ৫০ সেকেন্ডের কথায় চাঁদাবাজির পুরো চিত্র ফুটে উঠে। ওই চক্রের সঙ্গে ৩০ জন সদস্য রয়েছে বলেও কথোপকথনে বেরিয়ে আসে। রাতে টাকা নেয়ার জন্য ওই ব্যবসায়ীর বাড়িতে যান চক্রের তিনজন। 

এসময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আশপাশে অবস্থান করে হাতে-নাতে ওই তিনজনকে আটক করে। পরে তাদের নিয়ে জিম্মি থেকে ব্যবসায়ীকে উদ্ধারে অভিযানে নামে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অপরাধী চক্রের মোবাইল কললিস্ট পরীক্ষা করে এর সঙ্গে আরও যারা জড়িত তাদেরকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন নগর ডিবি'র ওসি তৈমুর ইসলাম।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি