ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

কোটি ডলারের সুপারকার আনছে বুগাটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮, ১৮ আগস্ট ২০১৯

ফরাসি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বুগাটি বিলাসবহুল স্পোর্টস ও মাসলকারের হাইব্রিড গাড়ি তৈরির জন্য বিখ্যাত।

প্রতিষ্ঠানটি চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের পেবল বিচ অটো-উইকে গাড়িটির উদ্বোধন করে। ক্যালিফোর্নিয়ার দ্য কোয়াইল শীর্ষক অটো শোতে সেন্টোডিসি নামক এই গাড়িটি প্রদর্শন করা হয়।

এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি তাদের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে গাড়িটি বাজারে এনেছে।

গাড়িটি ১৬শ হর্সপাওয়ার শক্তি সম্পন্ন। গাড়িটির ইঞ্জিন মাত্র ২ দশমিক ৪ সেকেন্ডে ৬২ মাইল গতি তুলতে সক্ষম। কিন্তু, আকর্ষণীয় এই গাড়ির মূল্য ১ কোটি মার্কিন ডলার।

৯০-এর দশকে বুগাতির সবচেয়ে বিখ্যাত ইবি-১১০ সুপারকারকে সম্মান জানাতেই সেন্টোডিসির লিমিটেড এডিশন বাজারজাতকরণ কড়া হচ্ছে।

তথ্যসূত্র: সিএনএন

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি