ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

কোনো উসকানিতে পা দেবেন না: ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৯, ১১ ডিসেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে অনেক কিছু হতে পারে কোনো উসকানিতে দেবেন না বলে নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতেই তার গাড়ীতে হামলা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা চিলারং ইউনিয়নের ভেলাজান উচ্চ বিদ্যালয়ে এক সমাবেশে অংশ নিয়ে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমি আমার লোকজনকে বলেছি কোনো উসকানিতে পা দেবেন না। আমরা নির্বাচনে যাব এবং শেষ মুহূর্ত পর্যন্ত দেখব। সরকার ইতিমধ্যে বিএপির গণজোয়ারে হতাশ হয়ে পড়েছে। তাই দলীয় ও প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন বানচাল করার পরিকল্পনা করছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ আওয়ামী লীগের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। সে কারণে তারা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড বেছে নিয়েছে। একদিকে প্রশাসনকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করছে অপরদিকে তারাই হামলা, ভাঙচুর চালাচ্ছেন। নির্বাচন কমিশনের যে লেভেল প্লেয়িং ফিল্ট তৈরি করার কথা ছিল তা কোন ভাবে সম্ভব হচ্ছে না। নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন করতে চাই তা হলে এ সব বন্ধ করতে হবে। এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপি নেতৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি