ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কোপার সেমিতে আর্জেন্টিনার সঙ্গি কানাডা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৬, ৬ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনার সঙ্গি হলো কানাডা। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে তারা।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আসা ভেনেজুয়েলার সঙ্গে ম্যাচজুড়ে সমানতালে লড়াই করে কানাডা। 

বল দখলে পিছিয়ে থাকলেও অনটার্গেট শটে এগিয়ে ছিল কানাডিয়ানরা। গোলও পেয়ে যায় শুরুতেই। ১৩ মিনিটে এগিয়ে যায় উত্তর আমেরিকার দলটি। 

এই লিড ধরে রাখে ৬৪ মিনিট পর্যন্ত। সালোমন রনডনের দুর্দান্ত গোলে সমতায় ফেরে ভেনেজুয়েলা। বাকি সময় এভাবেই শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। 

প্রথম পাঁচ শটেও ছিল ৩-৩ সমতা। ষষ্ঠ শটে ভেনেজুয়েলা মিস করলেও সেমিফাইনালে যাওয়ার সুযোগ হাতছাড়া করেনি কানাডা।

এদিকে, ইকুয়েডর ম্যাচের ভুলগুলো শুধরে কানাডার বিপক্ষে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত আর্জেন্টিনা। দলের মধ্যে কোনো ইনজুরি শঙ্কা নেই। সেরা তারকা মেসিও আছেন চোটমুক্ত। তাই সেমিফাইনালে তাকে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। 

আগামী ১০ জুলাই সেমির লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা এবং কানাডা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি