ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

কোববানীর ঈদে দেশীয় গরুকে প্রাধান্য দিতে বিশেষ নির্দেশনা

প্রকাশিত : ১৫:১৯, ৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:১৯, ৭ সেপ্টেম্বর ২০১৬

দেশীয় খামারীদের কথা মাথায় রেখেই এবারের কোববানীর ঈদে দেশীয় গরুকে প্রাধান্য দিতে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। তাতেও লোকসানের আশংকা কাটছেনা খামারীদের। চোরাই ভারতীয় গরু নিয়েই তাদের যত দুশ্চিন্তা। কোরবানী ঈদকে সামনে রেখে সরগরম হয়ে উঠছে হাটগুলো। দেশীয় খামারীরা এই সময়টাকে টার্গেট করে প্রাকৃতিক পদ্ধতিতে লালন পালন করেন গবাদী পশু। ভালো একটা লাভের আশা তো থাকেই। তবে এ আশার আড়ালে লোকসানের আশংকাও করছেন কেউ কেউ। ভারতীয় গরু বাজার দখল করলে মাথায় হাত পড়বে দেশীয় খামারীদের। প্রাণীসম্পদ অধিদপ্তর অবশ্য দেশীয় খামারীদের আশ্বস্ত করেছে। তাদের মতে সীমান্ত দিয়ে চোরাইপথে যা আসছে, তার পরিমাণ খুব কম। আর হাটগুলোতে বিশেষ নজরদারীর নির্দেশনা আছে কর্তৃপক্ষের। খামারীদের লাভের কথাটি মাথায় রেখেই প্রাধান্য দেয়া হচ্ছে দেশীয় পশুকে। পশু দাম সাধারনের নাগালে রাখার পাশাপাশি ভারতীয় গরু আমদানী বন্ধের আহবান সংশ্লিষ্টদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি