ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কোভিড: টানা পাঁচ দিন মৃত্যুহীন, নতুন শনাক্ত ২২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৮, ৫ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

দেশে গত ২৪ ঘণ্টায় ২২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; পঞ্চম দিনের মত কারও মৃত্যুর খবর আসেনি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮১৭টি নমুনা পরীক্ষা করে নতুন ২২ জন রোগী শনাক্ত হয়।

তাতে দিনে শনাক্তের হার কমে ০ দশমিক ৪৬ শতাংশ হয়েছে, যা আগের দিন ০ দশমিক ৬২ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ২৩০ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪৪০ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১১৯ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৮ হাজার ২৬১ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ১৪ জন ঢাকার বাসিন্দা। এছাড়া জয়পুরহাটে দুইজন এবং চট্টগ্রাম, টাঙ্গাইল, রাজশাহী, সিরাপগঞ্জ, খুলনা ও নওগাঁয় একজন করে কোভিড রোগী শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি