ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

কোভিড থেকে সেরে ওঠার ৬ সপ্তাহ পর বুস্টার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৮, ৩০ জানুয়ারি ২০২২

বুস্টার ডোজের অপেক্ষায় থাকা কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে তাকে কোডিভ টিকার তৃতীয় ডোজ নিতে হবে সেরে ওঠার ছয় সপ্তাহ পর। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে রোববার এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, “করোনাভাইরাসের টিকার দুই ডোজ নিয়ে যারা বুস্টারের অপেক্ষায় আছেন, তারা করোনাভাইরাসে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে টিকা নিতে পারবেন না। যারা বুস্টার ডোজের জন্য যোগ্য বিবেচিত হয়েছেন এবং বুস্টার ডোজ নেওয়ার মোবাইল বার্তাও এসেছে, এমন ব্যক্তিরা করোনাভাইরাসে আক্রান্ত হলে তাদের সেরে ওঠার ছয় সপ্তাহ পর সেই ডোজ নিতে হবে।”

বাংলাদেশে গত বছরের ৭ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকাদান শুরু হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয় ঠিক দুই মাস পর গত বছরের ৮ এপ্রিল থেকে। আর গত ২৮ ডিসেম্বর সারাদেশে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর।

যাদের বয়স ৬০ বছরের বেশি, যারা কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে আছেন, এবং যারা বিভিন্ন অসংক্রামক রোগের কারণে স্বাস্থ্যঝুঁকিতে আছেন, তাদের করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়া হচ্ছিল শুরুতে।

পরে ১৭ জানুয়ারি সেই বয়সসীমা কমিয়ে ৫০ বছর করা হয়। আর রোববার থেকে তা আরও কমিয়ে ৪০ বছর করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী শনিবার পর্যন্ত দেশে ৯ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৬০৮ জন কোভিড টিকার অন্তত এক ডোজ পেয়েছেন।

তাদের মধ্যে ৬ কোটি ১০ লাখ ৫ হাজার ৬২৫ জন পেয়েছেন দুই ডোজ টিকা। আর ১৪ লাখ ৬৪ হাজার ৫৮৭ জন তৃতীয় বা বুস্টার ডোজ পেয়েছেন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি